সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য নিম্নলিখিত পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে শূন্য পদ পূরণের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
১ পদের নাম ও বেতন স্কেল- প্রফেসর (৫৬,৫০০-৭৪,৪০০/-)
পদসংখ্যা-৪টি (* প্রফেসর পদে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সহযোগী প্রফেসর পদে নিয়োগ দেয়া যেতে পারে)
বিভাগ/দপ্তর/শাখার নাম- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-১, এনিম্যাল ও ফিশ বায়োটেকনোলজি-১, ফার্মাসিউটিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি-১, মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি-১
২. পদের নাম ও বেতন স্কেল- সহযোগী প্রফেসর (৫০,০০০-৭১,২০০/-)
পদসংখ্যা-১টি (* সহযোগী প্রফেসর পদে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সহকারী প্রফেসর পদে নিয়োগ দেয়া যেতে পারে)
বিভাগ/দপ্তর/শাখার নাম- প্ল্যান্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি-১টি
৩. পদের নাম ও বেতন স্কেল- প্রভাষক (২২,০০০-৫৩,০৬০/-)
পদসংখ্যা-১৫টি
বিভাগ/দপ্তর/শাখার নাম-সার্জারি ও থেরিওজেনোলজি-১, প্রাণি পুষ্টি-১, ফার্মাকোলজি ও টক্সিকোলজি-১, এনাটমি ও হিস্টোলজি-১, মৃত্তিকা বিজ্ঞান-১, উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান-১, কীটতত্ত্ব-১, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান-১, মাৎস্যচাষ-১, জলজ সম্পদ ব্যবস্থাপনা-১, কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা-১, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং-১, কৃষি শক্তি ও যন্ত্র-১, বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমেস্ট্রি (বায়োকেমিস্ট্রি)-১, মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-১
উপরোল্লিখিত পদসমূহের জন্য আবেদনপত্র আগামী ৩১ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে অবশ্যই নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে পৌছাতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম, নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ অথবা http://www.sau.ac.bd হতে ডাউনলোড করা যাবে।