www.agrovisionbd24.com
শিরোনাম:

অনাচার ও নিপীড়ন বিরোধী মঞ্চের সাথে হাবিপ্রবির প্রক্টরিয়াল বডির আলোচনা

 এস এ    [ ১২ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ৭:৩৯   ক্যাম্পাস বিভাগ]হাবিপ্রবি প্রতিনিধি

হাজী মােহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অনাচার ও নিপীড়ন বিরোধী  মঞ্চের সাথে প্রক্টরিয়াল বডির আলোচনা সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার ( ১২ মার্চ)  বিশ্ববিদ্যালয়ের টিএসসির সভা কক্ষে দুপুর সাড়ে ১২টায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রক্টর প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ডা. রাশেদুল ইসলাম ও সহকারী অধ্যাপক মোঃ শিয়াবুল আওয়াল উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মঞ্চের সদস্যরা জানান, বিশ্ববিদ্যালয়ের অনাচার ও নিপীড়ন মঞ্চ গঠনের পর থেকে তারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনাচার ও নিপীড়নের বিরুদ্ধে, বিভিন্ন দুর্নীতি কথা বলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন  সময় হামলার শিকার হন এবং এবিষয়ে তারা প্রশাসন বরাবর অভিযোগ প্রদান করেছে এসব বিষয় জানার জন্য এবং বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন দূর্নীতি, শিক্ষা কার্যক্রম ব্যাহত ও শিক্ষার্থী অপহরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিশ্বিবদ্যালয়ের যেকোন সময় যেকোন কাজে সাহায্যে হাত বাড়িয়ে দিতে আশ্বাস দেন।

তারা আরো জানান যে, অনাচার ও নিপীড়ন মঞ্চের বিরুদ্ধে অবৈধ ঘোষণা জন্য ধিক্কার জানান এবং তা বাতিলের কথা বলেন।

এসময় অনাচার ও নিপীড়ন বিরোধী মঞ্চের আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ পলাশ, সদস্য সচিব সহকারী অধ্যাপক হাসান জামিল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন বলেন,  কোন মঞ্চ ব্যক্তিগতভাবে  আসেনি  কয়েকজন আসছিল। তাদের কিছু অভিযোগ ছিল সেই বিষয়ে কত দুর এগোলো সেই সম্পর্কে জানতে।
 এ বিভাগের আরও


 নারী ও মেয়েদের প্রতি সহিংসতার প্রতিবাদে ভার্চুয়াল সভা


 বাকৃবিতে অনলাইন ক্লাস চালুতে পদক্ষেপ নেই, শিক্ষার্থীদের ক্ষোভ


 সভাপতি এমদাদুল, সম্পাদক মামুন


 ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার টিম রেজিষ্ট্রেশন শুরু ২ অক্টোবর


 সাগরে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু


 বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নতুন কমিটি


 জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী


 আহ্বায়ক ড. আহসান, সদস্য সচিব ড.  এহসানুর


 মুজিববর্ষ উপলক্ষে বাকৃবিসাসের ফিচার প্রদর্শনী


 অনাচার ও নিপীড়ন বিরোধী মঞ্চের সাথে হাবিপ্রবির প্রক্টরিয়াল বডির আলোচনা


 বাকৃবিতে মশার উপদ্রবে অতিষ্ট শিক্ষার্থীরা


 বৃত্তি পেল বৃহত্তর কুমিল্লা সমিতির ২৫ শিক্ষার্থী


 বাকৃবিতে বহিরাগতদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতি


 ওমরাহ পালনে গিয়ে বাকৃবির ৪ শিক্ষার্থী নিখোঁজ


 সিকৃবির কীটতত্ত্ব বিভাগের ছাত্রের আন্তর্জাতিক পুরষ্কার লাভ

সম্পাদক ডাঃ মোঃ মোছাব্বির হোসেন
ঠিকানা: বাসা-১৪, রোড- ৭/১, ব্লক-এইচ, বনশ্রী, ঢাকা
মোবাইল: ০১৮২৫ ৪৭৯২৫৮
agrovisionbd24@gmail.com

© agroisionbd24.com 2019