এবছর এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিজ্ঞান বিভাগে ‘গোল্ডেন A+’ এবং সর্বোচ্চ ১০২৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা ফলাফল অর্জন করেছে মো. জায়েদ হাসান রনি।
রৌমারী উপজেলার কলেজ পাড়ার মো. আবুল হোসেন এবং মোছা. জীবন নাহারের দ্বিতীয় পুত্র রনি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়।
মো. জায়েদ হাসান রনি এবছর দিনাজপুর বোর্ডের অধীনে রৌমারী সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে। এছাড়াও সে ২০১৪ সালে মর্নিং সান কিন্ডার গার্টেন থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি এবং ২০১৭ সালে রৌমারী সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ সহ সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
রনির বাবা মো. আবুল হোসেন জানান,‘রনি ছোট বেলা থেকেই লেখাপড়ায় খুবই আগ্রহী এবং তার প্রচন্ড আগ্রহ সে ইঞ্জিনিয়ার হবে। বাবা হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন’।