বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) ভেটেরিনারি অনুষদের প্রাক্তন শিক্ষার্থী ডা. সামিউল বাসিরের জীবন তীব্র সংকটাপন্ন অবস্থায় রয়েছে। কিছুদিন আগে তার কিডনি অপারেশন করার ফলে তার পরিপাকতন্ত্রে ব্লকেজ দেখা দেয়। বর্তমানে তাকে কৃত্রিম ওপেনিং তৈরি করে বাঁচিয়ে রাখা হয়েছে। এমতাবস্থায় পরিপাকতন্ত্রের অপারেশন করা আবশ্যকীয় হয়ে পড়েছে। কিন্তু জটিল এই অপারেশনের জন্য আনুমানিক চার (৪) লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন ধরে তার চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে এই মুহূর্তে কঠিন কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই তার চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী ও হৃদয়বান লোকদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ করেছে সামিউলের পরিবার ও বন্ধুবর্গ।
উল্লেখ্য, ডা. সামিউল বাসির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র। তার বাড়ি বগুড়া জেলায়। অসুস্থতার পূর্বে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, কিন্তু অসুস্থতার জন্য তাকে চাকরি থেকে অব্যহতি প্রদান করা হয়।
সামিউলকে সাহায্যই পাঠানোর ঠিকানাঃ
মোঃ ইমরান হোসেন, প্রাক্তন শিক্ষার্থী, পশুপালন অনুষদ ও সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র।
বিকাশ- 01624948520
নগদ- 01838126891
রকেট- 015214441870